প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
ভূঞাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভূঞাপুরে সদ্যপ্রয়াত বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় ভূঞাপুর বাসস্ট্যান্ড’র মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোটকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এডভোকেট আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সাবেক কামান্ডার নূরুল আমিন নান্নু, ডেপুটি কমান্ডার ফরমান আলী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com